ধরো,
রাতের বাসে করে দূরে কোথাও যাচ্ছি আমরা।
সিদ্ধান্ত হলো; দুজন দু স্টপেজ থেকে বাসে চড়ব।
নির্ধারিত স্টপেজে পৌঁছে দেখলে আমি নাই!
শেষ স্টপেজও পেরিয়ে গেল, আমার দেখা নেই।
পাশের ফাঁকা সিটটা আমার শূন্যতা জানান দিচ্ছে।
আমার ফেরার ব্যাপারে শেষ সম্ভাবনাটুকুও রইলো না।
তুমি মন খারাপের দৃষ্টি গলে
বাইরের আকাশে তাকিয়ে আছো,
এমন সময় আমি যদি হঠাৎ পাশে বসে
কানে কানে বলে ওঠি: ভালোবাসো?
বিস্মিত তুমি কি আমাকে বাস থেকে ঠেলে দেবে?
নাকি অপলক চেয়ে থেকে–আলতো করে
কাঁধে মাথা ঠেকিয়ে অভিমানী সুরে বলে ওঠবে;
‘ভালোবাসি, ভালোবাসি’।
__উৎসর্গে সুনীল গঙ্গোপাধ্যায়
Muhammad bin Nasir
ভালোবাসা কবি🖤